২০১৩ ও ২০১৪ সালের স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৪জন কৃতী শিক্ষার্থী অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি পেয়েছেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন তাহমিনা ইসলাম, ঐশ্বর্য আজাদ শিমুল, আফরিন হুদা এবং মো: ইলিয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল সকালে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণী কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী, অধ্যাপক জিয়া হায়দারের ছোট ভাই কবি জাহিদ হায়দার প্রমুখ।