বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬৭ মিটার। এ পয়েন্টে নদীর পানি ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে । বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। শুক্রবার এ পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
সিরাজগঞ্জ পাউবো সূত্র জানায়, এক জুলাই থেকে যমুনার পানি বাড়তে থাকে। ৪ জুলাই বিপৎসীমা অতিক্রম করে। এরপর পুরো দুই সপ্তাহ জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা হয়।
১৬ জুলাই বিপৎসীমার নিচে নামে যমুনার পানি। এরপর কয়েক দফায় হ্রাস-বৃদ্ধির পর ৯ আগস্ট থেকে আবারও বাড়তে শুরু করেছে। ১৫ আগস্ট সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে মাত্র ১ সেন্টিমিটার কমলেও ১৬ আগস্ট থেকে পুনরায় বাড়তে শুরু করে।
“যমুনার পানি বাড়ছে” বললেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থা স্থিতিশীল হতে পারে। বন্যা হওয়ার কোনো শঙ্কা নেই। তথ্য সূত্র : কালবেলা