বৃহস্পতিবার থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮–১৯ সেশনে স্নাতক প্রথম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ২৯ নভেম্বর শেষ হয়েছে। ইতোমধ্যে পছন্দের তালিকা অনুযায়ী অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মেধা তালিকা থেকে ১ হাজার ২৩০ আসনের বিপরীতে ৯২৪ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তি হয়েছেন। অটো মাইগ্রেশন শেষে বর্তমানে শূন্য আসনের সংখ্যা ৩০৬।