ডিএমপি নিউজ: আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) কিছু এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কারের কাজের জন্য প্রায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড-১, ঢাকা ইপিজেড-২ ও নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।