আইপিএলে শুরুর পর থেকে যেন হারের বৃত্ত থেকে কোনভাবেই বের হয়ে আসতে পারছিল না দিল্লী। টানা পাঁচ ম্যাচে হেরেছে তারা। তবে এরপরই গল্পটা জমিয়ে তুললো দিল্লী। পরবর্তী পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়েছে তারা।
গতকাল রাতে দিল্লীর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরুর।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেটে হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় দিল্লীর। এ জয়ের ফলে ১০ ম্যাচে ০৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বারে দিল্লী আর ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বারে বেঙ্গালুরুর।