ডোকালাম ইস্যুতে ফের একবার বেজিংয়ের দিকে আঙুল তুলল আমেরিকা ৷ ভারত-চিন সীমান্তে যে উস্কানি বেজিং দিচ্ছে তার জেরে ডোকলামে উত্তেজনা তৈরি হচ্ছে বলে দাবি, মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তির ৷ চিনের এই আগ্রাসনের জেরে এশিয়ার দুই বড় শক্তির মধ্যে বড়সড় যুদ্ধ বেধে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷
ভারত-চিন সীমান্ত সমস্যা নতুন কিছু নয় ৷ তবে এই মুহূর্তে ডোকলামে চিন যে উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে আগামী দিনে বড়সড় কোনও অঘটন ঘটে যেতে পারে৷ তাঁর কথা অনুযায়ী, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের থাকা ক্ষোভ যে কোনও সময় যুদ্ধে পরিণত হতে পারে ৷
সম্প্রতি ভারত সফর সেরে দেশে ফিরেছেন কৃষ্ণমূর্তি ৷ চলতি সপ্তাহে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ৷ একাধিক ইস্যু নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয় ৷ কৃষ্ণমূর্তি জানান, আলোচনায় বর্তমান পরিস্থিতি ও সেনা অবস্থান নিয়ে কোনও কথা ওঠেনি ৷ তিনি বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ৷ আর তা নিয়ে যথেষ্ট আশাবাদী কৃষ্ণমূর্তি ৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনও দেশের উস্কানিমূলক কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয় ৷ বিশেষত সেখানে, যেখানে সীমান্ত সমস্যা রয়েছে ৷ বিষয়টি নিয়ে আমেরিকার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয় সংক্রান্ত সমস্ত রিপোর্ট তাঁরা দেখেছেন ৷ আরও তথ্যের জন্য ভারত, চিন ও ভূটান সরকারের তরফে মিডিয়ায় যা প্রকাশ পাবে, তার দিকে নজর রাখবেন ৷ সিকিমের অবস্থান নিয়েও সরাসরি কোনও মন্তব্য করেননি কৃষ্ণমূর্তি ৷
তবে বিশেষজ্ঞরা চিনের আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেছেন ৷