শনিবার (২৯ এপ্রিল) রাতের ম্যাচে করিম বেনজেমার হ্যাটট্রিকে আলমেরিয়াকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এপ্রিল মাসে এটা করিম বেনজেমার তৃতীয় হ্যাটট্রিক।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে সহজেই গোলের খাতা খোলেন বেনজেমা। ১৭ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার অবশ্য পেছনের কারিগর রদ্রিগো। বেনজেমার কাছে বল দেওয়ার আগে দারুণ দক্ষতায় স্যামুয়েল কস্তাকে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।
তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধও করে আলমেরিয়া। তবে ৪৭ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত গোলের পর তাদের ম্যাচের ফেরার আশা অনেকটাই নিভে যায়। যদিও পরে এক গোল শোধ দেন লুকাস রবার্তোন।
এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।তথ্যসূত্র:বাংলানিউজ২৪, ছবি:বিবিসি