বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও মালামাল খালাসসহ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
আজ মঙ্গলবার থেকে ১৯ অক্টোবর শুক্রবার পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে চার দিন বন্ধের ফলে ভারতীয় অংশে ভয়াবহ পণ্যজট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম। খবর এনটিভি অনলাইন।
ভারতের বনগাঁ কালিতলা পার্কিংয়ে প্রায় আড়াই হাজার পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যত্রতত্র দাঁড়িয়ে আছে বলে জানা গেছে। এই চার দিনে সৃষ্ট যানজট ভয়াবহ আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশ্বর মিনা পূজায় চারদিন ছুটির বিষয়টি তাঁকে জানিয়েছেন। তবে এ সময় ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অন্যান্য কার্যক্রম চালু থাকবে।