ডিএমপি নিউজ: ঝড়-বৃষ্টি-তুফান ও বৈরী আবহাওয়াতেও ট্রাফিক তেজগাঁও বিভাগ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় অনন্য নজির স্থাপন করেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে গমনাগমন উপলক্ষে গৃহীত ট্রাফিক ব্যবস্থাবলী সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নিবিড় তত্ত্বাবধানে সকল ট্রাফিক পুলিশ সদস্যগণ বৃষ্টি ও ঝড়-তুফানে ভিজে ভেন্যুকেন্দ্রিক আশপাশে অবস্থিত সকল রাস্তায় অবস্থিত গাড়িসমূহ অপসারণ করেন এবং যানচলাচল স্বাভাবিক রাখেন।
প্রধানমন্ত্রী ও আগত অতিথিগণের গমনাগমনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক তেজগাঁও জোন স্নেহাশীষ কুমার দাসের নেতৃত্বে পুরো এলাকা তিনটি সেক্টরে ভাগ করে দায়িত্ব পালন করেন। বৈরী আবহাওয়াতেও নিজেরা বৃষ্টিতে ভিজে প্রত্যেকটি জায়গা পরিদর্শন করেন। ডিউটিতে নিয়োজিত সকল ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে যানচলাচল স্বাভাবিক রাখেন।
তেজগাঁও ট্রাক স্ট্যান্ডকেন্দ্রিক বিভিন্ন জায়গায় বৈরী আবহাওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যগণ বৃষ্টিতে ভিজে এবং নিজ হাতে টেনে রোড ব্লোকার স্থাপন করে ডাইভারশন দিয়ে ভেন্যুতে আগত সকল অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।
ঢাকা মহানগরীতে ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যগণ প্রতিনিয়ত এভাবেই রোদ,বৃষ্টি, ঝড়-তুফানে রাষ্ট্রীয় দায়িত্ব নিবিড়ভাবে পালন করে যাচ্ছে।