আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ধ্যাততেরিকি’ ছবি। মঙ্গলবার (৪ এপ্রিল) এই ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি লাভ করে। এমনটাই জানিয়েছেন ছবির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি বলেন, ‘ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিতও হয়েছে। মুক্তিতে আরও কোনো বাঁধা নেই। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি দেশব্যাপী শতাধিক সিনেমা হলে মুক্তি দেয়া হবে।’
কমেডি ধাঁচের ‘ধ্যাততেরিকি’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, সুব্রত, বিশ্বনাথ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।