রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয় সম্পাদক আহাম্মদ আলী (৫০), উত্তরা মডেল টাউনের পাঁচ নং ইউনিট কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র (৫৩) ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন (৩৬)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল আমির। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে আমির গুরুতর আহত হয়। আহত আমিরকে স্থানীয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরের বাবা খুরশেদ আলম বাদী হয়ে ২ নভেম্বর ২০২৪ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ রোববার (১০ নভেম্বর ২০২৪খ্রি.) ভোর ০৪:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে আহাম্মদ আলী, সুভাষ চন্দ্র ও শফিকুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।