বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হাসানকে (৩৬) কে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ২০২৪ খ্রি. সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় প্রগতি স্মরনীর মেইন রোডের নর্দা ফুটওভার ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে পিস্তলসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় ফাহিম হোসেন জুবায়েদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় ফাহিম হোসেন জুবায়েদের বাবা বাদী হয়ে গত ৫ অক্টোবর ২০২৪ খ্রি. ডিএমপির গুলশান থানায় একটি মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, ৫ আগস্টের পর হতে ইমন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৭ মার্চ ২০২৫ খ্রি.) বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকায় গুলশান থানাধীন শাহাজাদপুর বাঁশতলা এলাকা হতে ইমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।