বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (৫৬) কে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ।
শুক্রবার (২১ মার্চ ২০২৫ খ্রি.) ভোরে নিউ মার্কেট থানার বসুন্ধরা গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
নিউ মার্কেট থানা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইকবাল নিউ মার্কেট থানায় রুজুকৃত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।
থানা সূত্রে আরো জানা যায়, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা ইকবাল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সক্রিয় হামলাকারী ও ছাত্রলীগের অর্থদাতা। ইকবালের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।