ডিএমপি নিউজ : বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ দুলাল সরদার হত্যা মামলায় বাড্ডা ৩৭ নং ওয়ার্ড কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি মোঃ আকরাম খান (৪৫) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর ২০২৪) রাত ১১:৪৫ ঘটিকায় বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৯ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্র জানায়, গত ১৮ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০:০০ ঘটিকার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ভিকটিম দুলাল সরদার। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে দুলাল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গত ২ অক্টোবর ২০২৪ খ্রি. বাদী মোঃ শরিফুল ইসলাম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুলাল হত্যা মামলার আসামী বাড্ডা ৩৭ নং ওয়ার্ড কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি মোঃ আকরাম খান (৪৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।