রাজধানীর কলাবাগানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কাউছার হাওলাদার (৫৫) ও হাসান আল-রোমান (৩২)। এদের মধ্যে কাউছার কলাবাগান থানা আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও হাসান আল রোমান নিউ মডেল ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখ আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল পান্থপথ সিগন্যাল থেকে সাইন্স ল্যাবরেটরির উদ্দেশ্য রওয়ানা করে। বেলা আনুমানিক ১২:১০ ঘটিকায় গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। তাদেরর হামলায় ভিকটিম কলাবাগান থানার শ্রমিক দলের সভাপতি রাসেল হাওলাদার (৩৮), ১৬ নং ওয়ার্ড কলাবাগান থানার দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ (৩৫) ও কলাবাগান থানার কৃষক দলের ওসমান গণি (৩৩) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এই ঘটনায় কাজী ইয়াদ মইনুদ্দিন বাদী হয়ে ৭ নভেম্বর ২০২৪ তারিখে কলাবাগান থানায় একটি হত্যা চেষ্টার মামলা রুজু করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ সোমবার (১১ নভেম্বর ২০২৪খ্রি.) রাত সাড়ে বারো ঘটিকায় কলাবাগান বাসস্ট্যান্ড থেকে কাউছার ও হাসান আল-রোমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।