ডিএমপি নিউজ : বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) ও দক্ষিণখান আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)।
আজ রবিবার (২০ অক্টোবর ২০২৪ খ্রি.) বিকাল ৫: ৩০ টায় রাজধানীর বংশাল থানার রাইসা বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাত্তার ডিলার ও সুজন ডিলার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট ২০২৪ সকাল ১১:৩০ টায় বিমানবন্দর থানার উত্তরা ১ নং সেক্টরের ফখরুদ্দিন বিরানী হাউজের সামনের রাস্তায় সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে ভিকটিম ছাত্র এনামুল হক মিহন যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথারী গুলিবর্ষন করলে শান্তিপূর্ণ মিছিলে থাকা ভিকটিম ছাত্র এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত এনামুল হককে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২০২৪ তারিখে ভিকটিমের বাবা মামুনুল হক মামুনের অভিযোগের প্রেক্ষিতে বিমানবন্দর থানায় একটি মামলা রুজু হয়।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে শনাক্ত করা হয়। আজ রবিবার বিকাল ৫: ৩০ টায় বংশাল থানার রাইসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।