ডিএমপি নিউজ : পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোঃ সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের পল্লবী থানার ২ নং ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, পল্লবী ই-ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি-ব্লক ইউনিট সভাপতি মোঃ ইফতেখারুল চৌধুরী চমন ও পল্লবী সি-ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া মল্লিক।
সোমবার (৭ অক্টোবর ২০২৪) রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর-৬ এলাকায় ভিকটিম মোঃ সাকিব রায়হান হত্যার ঘটনায় গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত সাকিবকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ আরও জানান, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন জাবেদ, মোঃ ইফতেখারুল চৌধুরী চমন ও মোঃ লাল মিয়া মল্লিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।