রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমদাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাজ্জাক আলী খাঁন (৩৫) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ০৮:০৫ টায় বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাজ্জাক আলী খাঁন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ২০ জুলাই ২০২৪ শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডার এ.এম.জেড হাসপাতালের সামনের রাস্তায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর এলোপাথারী গুলি করে, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই শান্তিপূর্ণ মিছিলে থাকা ভিকটিম মোঃ এমদাদুল হক (২৬) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ২০২৪ ভিকটিমের চাচা মোঃ সাইফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোঃ রাজ্জাক আলী খাঁনকে আজ রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।