ডিএমপি নিউজ: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র একটি “উলফ প্যাক” (Wolf Pack) এর ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ শিবলী শাহাজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবীর ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মোঃ আশরাফুল আল আমীন ওরফে তারেক ও এস এম তাসনিম রিফাত।
৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার দুপুর ১.৪৫ টায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট হতে নিকট হতে তুলা দিয়ে পেচানো অবস্থায় ১০ (দশ) টি ডেটোনেটর এবং ৪ টি sun ব্যান্ডের গ্যাসের বোতল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি’র একটি “উলফ প্যাকের” সদস্য। তারা দেশের ও বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশকে টার্গেট করে হামলা পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্দেশ্যে শলা-পরামর্শ করার জন্য উল্লেখিত স্থানে একত্রিত হয়েছিল। তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পারিক যোগাযোগ করতেন।
আসামীদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস দমন আইনে একটি রুজু করা হয়েছে।