২০১৩ সালের ১০ অক্টোবর নির্বাচন হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির। গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির বর্তমান পরিচালক পর্ষদের মেয়াদ আছে তিন মাসের মতো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নির্বাচন যথাসময়েই হবে। তবে আর সভাপতি নয়, বোর্ড পরিচালক হিসেবে ক্রিকেটের সঙ্গে থাকতে আগ্রহী তিনি!
রবিবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘একদম মনের কথা বলছি। ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জায়গা যেখান থেকে দূরে থাকা ভীষণ কঠিন আমার জন্য। আজকেই আমার স্ত্রীকে বলছিলাম, যদি ক্রিকেট বোর্ডে থাকতে হয় তাহলে ডিরেক্টর হয়ে থাকাই ভালো। প্রেসিডেন্ট হয়ে থাকা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিসিবি, আইসিসি, এসিসি, রাজনীতি সব মিলিয়ে আমার ওপরে অনেক বেশি চাপ।’
তবে মাত্র তিন মাস সময় থাকলেও নির্বাচন নিয়ে বিসিবি কর্মকর্তাদের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। অবশ্য আদালতের একটি রায়ের কারণে এই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ প্রসঙ্গে বিসিবি সভাপতির মন্তব্য, ‘নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়ে হবে। আগেও হতে পারে। দেরিতে হওয়ার কোনও সুযোগ নেই। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি।