ডিএমপি নিউজঃ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন প্রবারণা পুর্নিমা এবং কঠিন চিবর দান উৎসব-২০২০ উদযাপন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) ১ কোটি টাকার চেক দেয়া হয়েছে।’
তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সকল ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন।
প্রেস সচিব আরো বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সূত্রঃ বাসস