এবারের রোজার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। এ ছবিতে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। ঢালিউডের এই জুটি বর্তমানে কোরবানি ঈদের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম হিট নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। এরইমধ্যে ছবিটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে বলে জানালেন বুবলী। তিনি বলেন, এই সময়ে রোমান্টিক, অ্যাকশন ধরনের ছবি দর্শকরা বেশি দেখছে। এ ছবিতেও এসব থাকছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমি ব্যতিক্রমী একটি ছবিতে কাজ করছি।
এ ছবিতে গল্পটা প্রধান। সে সঙ্গে অ্যাকশন ও সুন্দর গানও থাকবে। ছবির প্রেজেন্টেশনটা সম্পূর্ণ আলাদা। আর ছবির নাম শুনেও তা বোঝা যায়।
এবারই প্রথম জাকির হোসেন রাজুর পরিচালনায় কাজ করছেন বুবলী। এই চিত্রনায়িকা বলেন, তিনি একজন গুণী পরিচালক। তার সঙ্গে কাজ করাটা আমার জন্য সত্যিই উপভোগ্য। আর শিখছিও অনেককিছু। কারণ তিনি শুধু বড় মাপের নির্মাতা না, বড় মাপের অভিনেতাও। আর একজন ভালো নির্মাতাকে একজন অভিনেতাও হতে হয়। কারণ ছবির নায়ক বা নায়িকাকে অভিনয় করেই বুঝিয়ে দিতে হয় যে এই দৃশ্যে তিনি কি চাচ্ছেন। তখন ওই নায়ক বা নায়িকা দৃশ্য বুঝে ক্যামেরার সামনে অভিনয় করেন। আর তা পারফেক্ট হলেই দর্শক পছন্দ করেন। প্রতিটি ধাপে রাজু ভাই তা আমাদের দেখিয়ে দিচ্ছেন। তার সঙ্গে এ ছবিতে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। এটা বেশ পজিটিভ একটা ব্যাপার।
‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ এবং সবশেষ ‘পাসওয়ার্ড’ ছবি মুক্তি পায় বুবলীর। এসব ছবিতে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। কথাপ্রসঙ্গে বুবলী বলেন, এ ছবির শুটিং করতে গিয়ে কয়েকদিন আগে মাথায় আঘাতও পেয়েছিলাম।তাই অনেক স্মৃতি রয়েছে এ ছবিকে ঘিরে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা অবশ্যই এবারের ঈদে পছন্দ করবেন।