রাজধানীর দক্ষিণখান এলাকায় ডিস ও ময়লা অপসারণের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শারফিন হোসেন সোহেল হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত এজাহারনামীয় মূল আসামি আহম্মেদ (২৭) কে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:১৫ ঘটিকায় গাজীপুরের কাসিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে ভিকটিম শাফিন হোসেন সোহেলের মা হাকিমুন নাহার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৭:১৫ ঘটিকায় গ্রেফতারকৃত আহম্মেদসহ কয়েকজন ডিস ও ময়লা অপসারনের ব্যবসায় আধিপত্য বিস্তারের জের ধরে দক্ষিণখানের চালাবন মৌশাইর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ভিকটিম শাফিন হোসেন সোহেলেকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ২৮ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ ভিকটিম শাফিন হোসেন সোহেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় মূল আসামি আহম্মেদের অবস্থান সনাক্ত করে সোমবার রাতে গাজীপুরের কাসিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহম্মেদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত আহম্মেদ ভিকটিম শাফিন হোসেন সোহেল হত্যা মামলার মূল এজাহারনামীয় আসামি। তার সহযোগীদের গ্রেফতার করা হলেও সে বিগত চার মাস যাবৎ গাজীপুরের কাসিমপুর এলাকায় আত্মগোপন করে ছিলো। ডিস ও ময়লা অপসারণের ব্যবসাকে কেন্দ্র করে এজাহারনামীয় আসামিদের সাথে ভিকটিম শাফিন হোসেন সোহেলের পূর্ব হতে বিরোধ বিদ্যমান ছিল। এই বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে শাফিন হোসেন সোহেলকে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।