থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তত ৬ টি সিরিজ বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকালে বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। তবে কেউ এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ অফিসার রয়টার্সকে জানান, শহরের চেয়াং ওয়াটানার সরকারি কমপ্লেক্সের সামনে ৩টি বিস্ফোরণ ঘটে। বাকিগুলোর বিস্ফোরণ ঘটে চং নাসাই এলাকায়। এছাড়া, উদ্ধার করা হয়েছে একটি অবিস্ফোরিত বিস্ফোরক। বিস্ফোরকগুলো ঘরে বানানো বলেই ধারণা করা হচ্ছে।
এই বিস্ফোরণের ঘটনা এমন সময় ঘটল যখন আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য আসিয়ানের সহযোগী দেশগুলোর নেতারা থাইল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ চায়না ও রাশিয়ার প্রতিনিধিরা রয়েছেন।
এদিকে আতঙ্কিত না হওয়ার জন্য থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা সবাইকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।