বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা নিয়ে প্রতিবেদন করতে ব্রাজিলের বিখ্যাত গ্লোবো টিভির তিন প্রতিনিধি ঢাকায় এসেছেন গত ১৫ জুন, থাকবেন ২৪ জুন পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে তৈরি প্রতিবেদন নিজেদের টেলিভিশনে দেখাবেন তারা।
বুধবার রাজধানীর একটি হোটেলে ব্রাজিলিয়ান দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়রের ইঙ্গিত, ঢাকায় আসতে পারেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো!
ব্রাজিলিয়ান দূতাবাসের আমন্ত্রণেই ঢাকায় এসেছেন গ্লোবো টিভির তিন প্রতিনিধি। ২২ জুন নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’তে বসে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ দেখবেন তারা। তাদের সঙ্গে এক হাজার ব্রাজিল সমর্থকের ম্যাচটি উপভোগ করার কথা।
সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থন দেখে আমরা বিস্মিত, অভিভূত। এটা সত্যিই অবিশ্বাস্য। গ্লোবো টিভির প্রতিনিধিরা বাংলাদেশে বিভিন্ন জায়গা ঘুরে প্রতিবেদন করবেন। প্রতিবেদনটি গ্লোবো টিভিতে দেখানো হবে।’
এরপর ব্রাজিল ভক্তদের একটা সুখবর দিয়ে তিনি বলেছেন, ‘রাশিয়া বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো বাংলাদেশে আসতে পারেন। তিনি বাংলাদেশে আসতে মৌখিক সম্মতি দিয়েছেন। শুধু জিকো নন, ব্রাজিলের আরও কয়েকজন কিংবদন্তি আসতে পারেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে আমরা অবদান রাখতে চাই।’
গ্লোবো টিভির প্রতিবেদক ক্লেতন কনসারভানি বলেছেন, ‘আমি অনেক দেশে ঘুরেছি, কিন্তু বাংলাদেশের মতো এত ব্রাজিল সমর্থক কোথাও দেখিনি। এত পতাকা, এত জার্সি দেখে মনে হচ্ছে রিওতে আছি। মানিকগঞ্জে গিয়ে তো মনে হয়েছে আমার দ্বিতীয় বাড়ি।’
সংবাদ সম্মেলনে ব্রাজিলের বিশ্বকাপ দলের সব ফুটবলারের স্বাক্ষর করা জার্সি তুলে ধরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মতো ফুটবল উন্মাদনা ব্রাজিলেও নেই। একসময় হয়তো ছিল। কিন্তু গত বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর ব্রাজিলিয়ানদের আগ্রহে বেশ ভাটা পড়েছে। ব্রাজিলিয়ানরা মাঠে সুন্দর ফুটবল দেখতে চায়, হেয়ার স্টাইল বা ফ্যাশন নয়। অতীতের উন্মাদনা ফিরিয়ে আনতে হলে ব্রাজিলকে এবার বিশ্বকাপ জিততেই হবে।’