ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা চিরকালীন। যুগে যুগে একের পর এক ব্রাজিলিয়ান খেলে গেছেন কাতালান ক্লাবটিতে। নেইমার চলে গেলেন, তার পরপরই এলেন ফিলিপে কুতিনহো। কদিন আগে আবার অার্থার, ম্যালকমদের কিনে নিল বার্সেলোনা। ব্রাজিলিয়ানদের পেছনে এখন পর্যন্ত বার্সেলোনা যে অর্থ খরচ করেছে, তার পরিমাণ ৫৪৩ মিলিয়ন ইউরো!
বার্সায় ব্রাজিলিয়ান ফুটবলারদের তালিকাটা অনেক দীর্ঘ। সেই ১৯৩১ সালে ফাস্তো দস সান্তোস ব্রাজিলের প্রথম খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় খেলতে এসেছিলেন। তারপর রোমারিও, রোনালদো, রোনালদিনহো, রিভালদোর মতে কিংবদন্তিরা খেলেছেন এই ক্লাবে। হালের নেইমার, দানি আলভেজরা দীর্ঘ দিন খেলেছেন এই ক্লাবে। ফিলিপে কুতিনহো তো বর্তমান দলেই আছেন।
ব্রাজিলিয়ান ফুটবলাররা কাতালান ক্লাবটিকে দিয়েছেনও দুহাত ভরে। ১৯৯৩-৯৫ সালে বার্সেলোনার মধ্যমাঠ নিয়ন্ত্রণ করেছেন রোমারিও। তারপর ১৯৯৬-৯৭ তে রোনালদোর ক্ষুরধার পারফরম্যান্সের ওপর ভর করে বহু সাফল্য পেয়েছে কাতালান ক্লাবটি। ২০০৩ থেকে বছর পাঁচেক রোনালদিনহো নেতা হয়ে ছিলেন বার্সেলোনার। বার্সেলোনায় খেলা সর্বকালের সেরা লিওনেল মেসিকে গড়ে তুলতে দারুণ অবদান ছিলো রোনালদিনহোর।
নেইমারও বার্সা ছেড়ে যাওয়ার আগে ক্লাবটিকে বহু সাফল্য এনে দিয়েছেন। চার মৌসুমে বার্সার হয়ে ১৮৫ ম্যাচ খেলে ১০৫ গোল করেছেন নেইমার। দানি আলভেজ দীর্ঘদিন যাবত সেবা দিয়ে গেছেন বার্সেলোনাকে। ফিলিপে কুতিনহোও গত মৌসুমে বেশ ভালোই খেলছেন। ব্রাজিল-বার্সেলোনার সম্পর্ক যেন গলায় গলায়।