ব্রাজিলের দক্ষিণালীয় পারানা রাজ্যে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছে।
দেশটির হাইওয়ে পুলিশ একথা জানিয়েছে।
এই দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে। গাড়িটি অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে এ সংঘর্ষ ঘটে।
কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৩০ রোগী ছিল। এরা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে চিকিৎসা নিয়ে রেয়ালেজা নগরীতে ফিরছিল। নিহতদের মধ্যে ৭ বাসযাত্রী রয়েছে। অপর দু’জন গাড়ির আরোহী।