অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ হিসেবে মনোনীত হয়েছেন দেশটির সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান ব্রাড হাডিন। ২০১৯ সাল পর্যন্ত এই দায়িত্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নতুন দায়িত্ব হিসেবে হাডিনের প্রথম পরীক্ষা বাংলাদেশ। আগামী ১৮ আগস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে ২৭-৩১ আগস্ট পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রসঙ্গত, ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান হাডিন। এর পর পরই কোচিংয়ে নাম লেখান তিনি।
এ সময়ের মধ্যে নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হাডিন।