ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেইভারম্যান পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ফলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস আরো বেশি সংকটের মধ্যে পড়লেন এবং এতে তার প্রধানমন্ত্রীত্বের ভবিষ্যৎ মারাত্মক শংকার মুখে পড়ল।
ইমিগ্রেশন নীতি লঙ্ঘন করে ইমেইল পাঠানোর কথা স্বীকার করেছেন তিনি। এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ে যে, চিপ হুইপ এবং তার ডেপুটি পদত্যাগ করেছেন। কিন্তু ১০ ডাউনিং স্ট্রিট জোর করে তা প্রত্যাখ্যান করে। এমন এক উত্তাল অবস্থার পর আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে ১৯২২ কমিটি।
সেই বৈঠককে সামনে রেখে লিজ ট্রাসের কোনো কোনো মিত্র বলছেন, যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে পারবেন না লিজ ট্রাস। তার পরিস্থিতি এখন টালমাটাল। অর্থাৎ যেকোনো সময় তাকে বিদায় নিতে হবে। কিন্তু লিজ ট্রাস বুধবার হাউজ অব কমন্সে দাঁড়িয়ে বলেছেন, তিনি লড়াকু মানুষ, সহজে পরাজয় বরণ করবেন না। তিনি পদত্যাগও করবেন না।
সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর গত ৬ সেপ্টেম্বর লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। কিন্তু এরইমধ্যে তার সরকার থেকে দুই মন্ত্রী সরে দাঁড়িয়েছেন। এতে তিনি নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, লিজ ট্রাসের সামনে সময় কমে আসছে, তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।-পার্সটুডে