ব্রিটেনের ম্যানচেস্টারে পপ কনসার্টে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৮ শিশুসহ ২২ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন। এ হামলায় সন্দেহভাজন হিসেবে ২৩ বছর বয়সী এক যুবককে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে এ হামলাকে ‘আত্মঘাতী সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। সন্দেহভাজন তরুণের আটক হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও তার পরিচয় প্রকাশ করেনি।
সোমবার (২২ মে) রাতে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে দর্শকরা বেরিয়ে আসার সময় বোমা হামলা চালানো হয়। এর পরপরই ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে এ হামলাকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা হয়। টেরিসা মে পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্টে বিস্ফোরণ ঘটিয়ে ২২ জনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস)।