স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বৃটিশ পার্লামেন্টের নির্বাচনে তিন বঙ্গকন্যার বিজয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্বল হয়েছে।
সোমবার দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশনের ৯ম কার্যদিবসে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে নাসিম এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে আলোচনার সূত্রপাত করলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আলোচনায় অংশ নেন।
মোহাম্মদ নাসিম বৃটিশ পার্লামেন্টে বিজয়ী তিন বঙ্গকন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, পনের হাজারেরও বেশি ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বিজয়ী হয়েছেন। তার সঙ্গে আরো দুজন রুশনারা ও রূপা হকও বিজয়ী হয়েছেন। এটা বাঙ্গালী জাতির জন্য গর্বের বিষয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তারা দেশে-বিদেশে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের কন্যারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদানের উল্ল্যেখ করে তিনি বলেন, তার আদর্শে গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।
দেশের ৭০ শতাংশ জনগণ যুব সমাজের পক্ষ থেকে তিন বাঙ্গালী কন্যা ও ক্রিকেট দলকে অভিনন্দন জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ অনুসারী টিউলিপ সিদ্দিকী দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে এই বিজয়, তারণ্যের বিজয়। বাংলাদেশের জনগনের বিজয়।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে গত ৮ জুন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিন বাঙ্গালী কন্যা বিজয়ী হন। এরমধ্যে রুশনারা আলী তৃতীয় বারের মতো এবং টিউলিপ সিদ্দিক ও রূপা হক দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।