ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের পর কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন রাজ-শুভশ্রী। অবশেষে স্বামী রাজ চক্রবর্তীর ছত্রছায়ায় ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছন টলিউডের এই নায়িকা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন একটি সিনেমা নির্মাণ করছেন রাজ চক্রবর্তী। ‘পরিণীতা’ নামে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। এতে আরো অভিনয় করবেন-ঋত্বিক চক্রবর্তী ও আদৃত। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে।
সর্বশেষ ‘রসগোল্লা’ সিনেমায় অভিনয় করেন শুভশ্রী। সিনেমাটি গত বছর ২১ ডিসেম্বর মুক্তি পায়। শুভশ্রী অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। এতে তার সঙ্গে অভিনয় করছেন দেব। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।