মার্কিন মডেল কেটি মাহোনি ভাঙলেন তাঁর বয়ফ্রেন্ড বেন কেবেল এর নাক। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ১৯ বছরে বয়সী এই ব্রিটিশ যুবক তাঁর মডেল গার্লফ্রেন্ড কর্তৃক ‘নিষ্ঠুর’ আক্রমণের শিকার হন।
পরে আক্রান্ত হওয়া ওই যুবকের ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করেন আক্রমণকারী মডেল। আর তৃতীয়মাত্রার এই অপরাধের কারণে ওই মডেলকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মডেল কেটি তাঁর বয়ফ্রেন্ড এর পেটে, মুখে ও নাকে আঘাত করে। যখন ওই যুবকের মুখ রক্তাক্ত হয়ে যায়, তখন সেই রক্তাক্ত মুখ ও ভাঙা নাকের ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন মডেল কেটি মাহোনি।
পরবর্তীতে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় এই তরুণী মডেলের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও সফল হননি ওই যুবক।