গতকাল শুক্রবার নয়াদিল্লীতে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা আয়োজিত সভায় এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেন ভবিষ্যতে কংগ্রেসের নেতৃত্বে নেহেরু-গান্ধী পরিবারের বাইরের কেউ আসতে পারেন।
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক এই কংগ্রেস দল। দীর্ঘ দিন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো বলেন, নেতৃত্বের গুণে তার চেয়ে অনেক এগিয়ে ছিলেন মনমোহন সিংহ। সেজন্যই ২০০৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর পদে নিজে না বসে মনমোহন সিংহকে বসিয়েছিলেন।
সোনিয়া গান্ধী বলেন, নিজের সীমাবদ্ধতা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। আমি জনসমক্ষে ভাল বক্তৃতা দিতে পারি না। আমি যতটা না নেত্রী, তার চেয়ে অনেক বেশি পাঠক। কংগ্রেসের প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন সোনিয়া গান্ধী। এনডিটিভি।