ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০১৭ ফাইনাল খেলায় গতবছরের চ্যাম্পিয়ন ঢাকা রেঞ্জকে হারিয়ে শিরোপা পুরুদ্ধার করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্সের ভলিবল মাঠে ফাইনাল খেলায় ৫ সেটের মধ্যে ১ সেট বাকি থাকতে অর্থাৎ ৩-১ সেটের ব্যবধানে ঢাকা রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি।
২০১৬ সালের ভলিবল চ্যাম্পিয়নশীপে ডিএমপিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা রেঞ্জ। এবার তাদের হারিয়ে নিজেদের হারানো শিরোপা পুনরুদ্ধার করলো ‘টিম ডিএমপি’ এর ভলিবল দল। এবারের চ্যাম্পিয়নশীপে পুলিশের ১৮ টি ইউনিট থেকে ১৮ টি টিম অংশগ্রহণ করে।
নারী ও পুরুষ ভলিবল উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি। এর ফলে বাংলাদেশ পুলিশ বাহিনীর আন্তঃ ইউনিট পর্যায়ের প্রায় প্রতিটি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। নারী বিভাগে রানার্স আপ হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ দল। এই আসরে তৃতীয় স্থান অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন দল।
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ-২০১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদু্জ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি রেলওয়ে মোহাম্মদ আবুল কাসেমসহ ডিএমপি ও পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফাইনাল খেলার সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি বিনয় কৃষ্ণ বালা।
টুর্নামেন্টে বিজয়ী ও বেজেতা দলকে শুভেচ্ছা স্মারক, চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান শেষে গ্রুপ ফটোসেশনে আগত অতিথি ও খেলোয়াড়দের নিয়ে অংশগ্রহণ করেন আইজিপি। পুরুষ ভলিবলে সেরা খেলোয়াড় হয়েছে ডিএমপি’র নুরুন নবী ও নারী ভলিবলে সেরা খেলোয়াড় হয়েছে ডিএমপি’র সাবিনা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন- উভয় দলই চমৎকার ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলা খেলেছে। যা আমরা মুগ্ধ হয়ে দেখেছি। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ। সুন্দর একটি খেলা উপহার দেয়ায় উভয় দলকে অভিনন্দন। ভলিবল যে এতো জমজমাট ও উত্তেজনাপূর্ণ খেলা হতে পারে তা না দেখলে বুঝা যেতো না। আমরা সবাই বিজয় উল্লাসে মেতেছি।
তিনি বলেন- ডিএমপি কমিশনারের মধ্যে সবসময় প্রতিযোগিতাপূর্ণ মনোভাব দেখা যায়। এজন্য তাঁর খেলোয়াড়দের সাফল্য অনেক। ১৮ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করেছিল। তারমধ্য থেকে ডিএমপি চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য তাদেরকে অভিনন্দন জানাই। খেলায় হার-জীত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়।
এছাড়াও খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন- জাতীয় পর্যায়ে খেলার লক্ষ্য নিয়ে তোমাদের খেলতে হবে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে জাতীয় পর্যায়ে তোমরা খেলাধুলার মাধ্যমে বিশেষ অবদান রাখবে। ডিএমপি’র খেলার মান অনেক ভালো হয়েছে তারা কোন খেলায় রানার্স আপ হয়নি। সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করায় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট সভাপতি বলেন- উভয় দলই খুব সুন্দর খেলেছে। উভয় দলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একটি ভালো মানের জাতীয় টিম গঠন করতে ভবিষ্যতে পুলিশের সব টিম থেকে বাছাই করে জাতীয় পুলিশ টিম গঠন করা হবে। খেলার মান উন্নয়নে কোচিং এর জন্য প্রয়োজনে বাহির থেকে ভাল মানের কোচ আনা হবে। খেলোয়াড়দের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সব কিছু করা হবে।
তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সমাপ্ত ঘোষণা করেন।