ডিএমপি নিউজঃ রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- হানিফ।
বুধবার (৬ অক্টোবর, ২০২১) রাত ৮:১৫টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাঃ সাজেদুর রহমান আলী ডিএমপি নিউজকে বলেন, ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার হেফাজত হতে ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।