ডিএমপি নিউজঃ রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ নুরুল ইসলাম ওরফে লাকু ও মোঃ রনি হোসেন।
বৃহস্পতিবার রাত ১১:৩০টায় ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক কারবারি ভাটারা থানার ছোলমাইদ পূ্র্ব পাড়া দর্জি বাড়ি এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে নুরুল ও রনিকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।