জোহানেসবার্গ টেস্ট জেতার পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরেই থেকে গেল বিরাট কোহলির ভারত। সেই সঙ্গে পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ মার্কিন ডলার।
শনিবার ভারতের জয়ের পরে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়। ৩ এপ্রিলের সময়সীমার আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে আর ভারতকে টপকে যাওয়া সম্ভব হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্ট ছিল ১২৪। সেখানে দক্ষিণ আফ্রিকা ছিল ১১১ পয়েন্টে। এখন সিরিজ শেষে ভারতের পয়েন্ট দাঁড়িয়েছে ১২১, দক্ষিণ আফ্রিকার ১১৫। এর ফলে পর পর দু’বছর শীর্ষে থেকেই শেষ করল ভারত।
এছাড়া ১০৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়, ১০০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ, ৯৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পঞ্চম, ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ষষ্ঠ, ৮৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান সপ্তম, ৭২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম, ৭২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম ও মাত্র এক পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের অবস্থান ১০ নম্বরে।