ডিএমপি নিউজঃ হেডিংলি টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানের বড় ব্যবধানেই হারায় ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যাওয়ায় কাল হয়ে দাঁড়ায় সফরকারীদের। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৩২ রান।
তৃতীয় দিন শেষেও বেশ লড়াইয়ের আভাস দিয়েছিল ভারত। ২ উইকেটে ২১৫ রান তুলেছিল দলটি। আগের দিনের করা ব্যক্তিগত ৯১ রানেই বিদায় নেন পুজারা। মূলত রবিনসনের তোপে পড়ে দলটি। শেষ আটটি উইকেট হারায় মাত্র ৬৩ রান তুলতেই।
রবিনসনের সঙ্গে দারুণ বোলিং করেছেন ক্রেইগ ওভারটন। ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন এ দুই পেসারই। ৬৫ রানের খরচায় ৫টি উইকেট তুলে নিয়েছেন রবিনসন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩টি শিকার ওভারটনের। অসাধারণ বোলিং করলেও জেমস অ্যান্ডারসন উইকেট পেয়েছেন ১টি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ৭৮
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৩২
ভারত দ্বিতীয় ইনিংস: ৯৯.৩ ওভারে ২৭৮ (রোহিত ৫৯, রাহুল ৮, পুজারা ৯১, কোহলি ৫৫, রাহানে ১০, পান্ত ১, জাদেজা ৩০, শামি ৬, ইশান্ত ২, বুমরাহ ১*, সিরাজ ০; অ্যান্ডারসন ১/৬৩, রবিনসন ৫/৬৫, ওভারটন ৩/৪৭, কারান ০/৪০, মঈন ১/৪০, রুট ০/১৫)।
ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ওলি রবিনসন (ইংল্যান্ড)