ক্রিকেট বিশ্বে ভারত যেন উদীয়মান নক্ষত্র। হারনোর থেকে প্রাপ্তির পাল্লাই যেন তাদের ভাড়ী। তাদের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইনআপের কাছে কোন রানের টার্গেট কিছুই না। কখনও কখনও তাদের বরণ করে নিতে হয়েছে শোচনীয় লজ্জাজনক রানের হার। ভারতের যম যেন শ্রীলঙ্কা। কারণ ভারতের ইতিহাসের সর্বনিম্ন রানের ৯টি রেকর্ডের মধ্যে ৪টিই এই শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ নিজেদের মাটিতে গতকাল শ্রীলঙ্কার কাছে ১১২ রানে অল-আউট হওয়ার লজ্জা পেয়েছে ভারত।
ভারতের ইতিহাসে সর্বনিম্ন ৯টি ওয়ানডে ইনিংস :
২৯ অক্টোবর ২০০০ : শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং।
৮ জানুয়ারী ১৯৮১ : সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৩ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
২৪ ডিসেম্বর ১৯৮৬ : কানপুরে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ৭৮ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।
১৩ অক্টোবর ১৯৭৮ : শিয়ালকোটে পাকিস্তানের বিরুদ্ধে ৭৯ রানে গুটিয়ে যায় ভারতীয় দল।
১০ অগস্ট ২০১০ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাম্বুলায় ৮৮ রানে শেষ হয়ে যায় ভারতীয় দল।
২২ নভেম্বর ২০০৬ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯১ রানে গুটিয়ে যায় ভারত।
১৬ নভেম্বর ১৯৯৩ : অমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০ রানে শেষ হয় ভারতীয় ইনিংস।
২৯ অগস্ট ২০০৮ : কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রানে শেষ হয় ভারতের ইনিংস।
১২ ডিসেম্বর ২০১৭ : ধর্মশালায় ১১২ রানে শেষ ভারতের ইনিংস।