বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারতীয় মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিমিটেড, ভারত, এবং মেসার্স Dr. Reddy, ভারত কর্তৃক উৎপাদিত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল দ্বারা প্রস্তুতকৃত ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে। ২৯ সেপ্টেম্বর, রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতীয় মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিমিটেড, ভারত, এবং মেসার্স Dr. Reddy, ভারত কর্তৃক উৎপাদিত রেনিটিডিন এইচসিএল কাঁচামাল প্রস্তুতকৃত ঔষধ উৎপাদন, সরবরাহ ও বিক্রয় স্থগিত করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রেনিটিডিন ঔষধ দীর্ঘ মেয়াদি সেবন করলে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা ও মারাত্বক ঝুকিপূর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। রেনিটিডিনের কাঁচামাল উৎপাদনকারি ২টি প্রতিষ্ঠানের উৎপাদিত রেনিটিডিন প্রত্যাহার করা ছাড়া অন্য গুলো তদন্ত করছেন। এ নিয়ে রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় রেনিটিডিন উৎপাদনের কাঁচামাল নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঔষধ শিল্প সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, রেনিটিডিন ঔষধ উৎপাদনকারি প্রতিষ্ঠান সারাকা ল্যাবরেটরীজ লিমিটেড ও Dr. Reddy, নামে ভারতীয় ২টি প্রতিষ্ঠান থেকে যারা রেনিটিডিনের কাঁচামাল আমদানী করে রেনিটিডিন তৈরী করে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।