ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যু হয়েছৈ ৷ গত ২৪ ঘণ্টায় একটানা বৃষ্টি উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ৷ বৃষ্টির জেরে ভেঙে পড়ছে বাড়ি-ঘর ৷ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিতে অন্তত ১২ জন আহত হয়েছেন ৷ বজ্রপাত সহ মেঘভাঙা বৃষ্টিতে প্লাবিত উত্তরপ্রদেশের একাধিক এলাকা ৷
সবচেয়ে ভয়ানক পরিস্থিতি সাহাজাহানপুর,সীতাপুর অঞ্চলে ৷ ভারী বর্ষায় মৃত ৬ জন সাহাজাহানপুরের, ৩ জন সীতাপুরের বলে খবর ৷ পিটিআই সূত্রে জানা যায়, সাহাজাহানপুর বজ্রপাতে ৭ জন আহত হয়েছে ৷
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার টানা বৃষ্টি চলবে ৷ ইতিমধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে ৷ ঝাঁসীর প্লাবিত একটি দ্বীপপুঞ্জ থেকে ৮ মৎস্যজীবীকে উদ্ধার করেছে বিমান বাহিনীল উদ্ধারকারী দল ৷ ললিতপুরে প্লাবিত এলাকা থেকে ৬ কৃষককে উদ্ধার করা হয়েছে ৷
পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ৷ উদ্ধারকাজে তৎপর এনডিআরএফ৷ রাজ্যের প্লাবিত এলাকায় ঘুরছে এনডিআরএফ -এর MI 17 বিমানবাহিনীর হেলি কপ্টার ৷