বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এরপর থেকেই দুই দেশ দাবি, পাল্টা দাবি জারি রেখেছে। আগেই পাকিস্তান অভিযোগ জানিয়েছিল যে ভারত তাদের ইকো ট্যুরিজম নষ্ট করেছে। এবার অভিযোগ ভারত গাছে বোমা মেরেছে।
পাকিস্তানের বন বিভাগ এমন এফআইআর দায়ের করেছে। এয়ার ফোর্স পাইলটের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করা হয়েছে।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আনুযায়ী, এফআইআরে বলা হয়েছে ১৯টি গাছ উড়িয়ে দিয়েছে ভারতের বায়ুসেনার পাইলটেরা।
এর আগেই ভারতের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনার পরিকল্পনা করে পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে জানানো হয়, বিমান হামলার মাধ্যমে পাক অধ্যুষিত কাশ্মীরে ইকো-সন্ত্রাসবাদ চালিয়েছে ভারত। এতে পাকিস্তানের অনেক পাইন গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরমাণু শক্তিধর দেশটির প্রাকৃতিক ক্ষতি সাধন হয়েছে।
ওই এলাকায় জঙ্গিদের কোনও ক্যাম্প ছিল না বলে উল্লেখ করেছে পাকিস্তান।