ডিএমপি নিউজঃ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।
গতকাল ইন্দোরে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
জবাবে ব্যাটে করতে শুরুতেই উইকেট হারিয়ে ধুকতে থাকে অস্ট্রেলিয়া। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়ার রান ৫৬ তখন বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে ৩৩ ওভারে ৩১৭ রানের নতুন লক্ষ্যে পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
এই ম্যাচে জয়ের ফলে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিল ভারত।