ভারতের জনসন অ্যান্ড জনসন-এর দুটি কারখানায় বেবি ট্যালকম পাউডার উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ৷ কারণ সংস্থার কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করে দেখা হচ্ছে ওই পাউডার আদৌ আসবেসটার মুক্ত কি না৷ তা যতক্ষণ না হচ্ছে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
দক্ষিণ ও পশ্চিম ভারতে সংস্থার কারখানায় মজুত রয়েছে বিপুল পরিমাণ কাঁচামাল তা ব্যবহার না করার জন্য লিখিত নির্দেশ পাঠান হয়েছে ৷ জনসন অ্যান্ড জনসন-এর বেবি ট্যালকম পাউডারে অ্যাসবেসটার রয়েছে যা থেকে ক্যান্সার হতে পারে- এমনই অভিযোগ উঠেছে৷ তারই প্রেক্ষিতে এই নির্দেশিকা৷
শুক্রবার জনসন অ্যান্ড জনসন-এর পাউডারের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারও৷