ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রাম নাথ কোভিন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের থেকে দেয়া এক প্রেস রিলিজে এ কথা জানানো হয়েছে।
ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দেয়া অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ কার্যালয়ে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার মিলের বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এই সম্পর্কের ভিত্তিতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছি। দুই দেশের জনগণের উন্নতি অর্জনের লক্ষ্যে আমরা ভারত সরকারের সঙ্গে সম্পর্ক বিভিন্ন প্রেক্ষিতে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।
প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে বাংলাদেশ সফরের আমন্ত্রণ করেন।