ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনে সোমবার বাঘের হামলায় ৫২ বছর বয়সী এক জেলে প্রাণ হারিয়েছে। এ সময় লোকটি জঙ্গলটির সংরক্ষিত এলাকার কাছে একটি খালে কাঁকড়া ধরছিল।
বন বিভাগ জানায়, বাঘ জেলেটিকে তার নৌকা থেকে কামড়ে ধরে টেনে নিয়ে যায়। অন্যান্য জেলেরা বাঘটিকে ধাওয়া করলে সেটি লোকটিকে ক্ষতবিক্ষত অবস্থায় ছেড়ে পালিয়ে যায়। ওই কর্মকর্তা আরো বলেন, জেলেরা লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
হতভাগ্য জেলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকে। তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই সেখানে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গেছে।