ভারতের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন জয়া আহসান।
আজ শুক্রবার (১৮ মার্চ ২০২২) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে জয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “পর পর তিন বারের জন্য “Filmfare” পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে “বিনিসুতোয়” ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় ছবির মধ্যে দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে॥ ছবির সমস্ত টিম কে অভিনন্দন জানাই ফিল্ম ফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা ছবি ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ, শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই”।
উল্লেখ্য, ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া। তার আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।
তারও আগে, ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমায় জন্যও ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।