তামিম ইমবালের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার। সাকিব না থাকা এবং সাব্বিরের বর্তমান ফর্ম বিবেচনায় আজ একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে। প্রস্তুতির ম্যাচের পারফরম্যান্সই এগিয়ে রাখছে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। তবে কৌশলগত কারণে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা এ হার্ডহিটারকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এরপর চার ও পাঁচ নম্বরে যথাক্রমে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল খুলনার হয়ে ফিনিশিংয়ে দুর্দান্ত খেলা আরিফুল হকই সম্ভবত থাকছেন ছয়ে। এরপর সাকিব না থাকায় ব্যাট-বল দুই ভূমিকার কথা বিবেচনায় একাদশে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ। স্পিনার স্পেশ্যালিস্ট হিসেবে অটোমেটিক চয়েস হওয়ার কথা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করা নাজমুল ইসলাম অপুকে। তিন পেসারের মধ্যে মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস। বাকি দুই পেসারের মধ্যে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একাদশে থাকছেন সম্ভবত রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস/সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. আরিফুল হক
৭. মেহেদী হাসান মিরাজ
৮. নাজমুল ইসলাম অপু
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/আবু জায়েদ রাহি
১১. মুস্তাফিজুর রহমান।