ডিএমপি নিউজঃ ফোর্বসের বিচারে ভারতের শীর্ষ ধনী ভারতের রিল্যায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে।
গত ৩ সেপ্টেম্বর রিল্যায়েন্স গ্রুপের শেয়ার দর বেড়ে ৩৭০ কোটি ডলার মুনাফা হয়। তাতে ভর করে নতুন চূড়ায় উঠেছেন মুকেশ আম্বানি।
অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় দ্বাদশ স্থান করে নিয়েছেন তিনি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭৭ হাজার কোটি রূপি। তালিকায় ২০ হাজার ৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস।